Hasle Je Misti Kore Lyrics from Moner Manush Bengali Movie: Presenting ‘ Hasle Je Misti Kore Prem Jhore Du Chokh Bhore ‘ Bangla Romantic Song Lyrics. featuring: Prosenjit Chatterjee And Rituparna Sengupta. The song is sung by Kumar Sanu And Sadhana Sargam And Music composed by Dilip Sen-Sameer Sen. This Bengali Movie Directed by Sujit Guha.
- Film: Moner Manush (1997)
- Singer: Kumar Sanu & Sadhana Sargam
- Music: Dilip Sen-Sameer Sen
- Director: Sujit Guha
- Production company: Sahabadi Films
Hasle Je Misti Kore Lyrics In Bangla :
হাঁসলে যে মিষ্টি করে
প্রেম ঝরে দুচোখ ভরে (x2)
ছিল যা মনের আশা
দিলে আজ সত্যি করে (x2)
জানিনা কিভাবে এলো
মুখেতে মনেরি ভাষা
ভাবিনি তুমি সে তুমি
আসবে হয়ে ভালোবাসা
বলি তাই দিব্যি করে
প্রেম ঝরে দুচোখ ভরে (x2)
ছিল যা মনের আশা
দিলে আজ সত্যি করে
ও প্রিয়া তোমায় কখনো
হারাতে দেব না আমি
ভালোবাসার এই বাঁধনে
চিরসুখী থেকো তুমি
যায় বোরো লজ্জা করে
প্রেম ঝরে দুচোখ ভরে (x2)
হাঁসলে যে মিষ্টি করে
প্রেম ঝরে দুচোখ ভরে
এসেছি দুজনে কাছে
কতনা সোহাগে মেতে
আমাদের পপ্রেমেরি কথা
সবাই মনে রাখে যাতে
তাই বুঝি অমন করে
প্রেম ঝরে দুচোখ ভরে
ছিল যা মনের আশা
দিলে আজ সত্যি করে