Du Mutho Bikel Lyrics from Debi Bangla Movie: The song is sung by Anupam Roy Starring: Jaya Ahsan, Animesh Aich, Chanchal Chowdhury, Shabnam Faria, Iresh Zaker. Du Mutho Bikel romantic and soulful Bangla Song Lyrics written by Lyrics Anupom Roy. This Bengali Movie Directed by Anam Biswas.
- Movie: Debi
- Vocal, Music & Lyrics: Anupam Roy
- Director & Script: Anam Biswas
- Dialogue: Anam Biswas
- D.O.P: Kamrul Hasan Khosru
- Producer: Jaya Ahsan
- Editor: Sazal Sarkar
- Executive Producer: Shimul Chandra Biswas
- Music Label: Jaaz Multimedia
Du Mutho Bikel Lyrics In Bangla :
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি
তোমায় ছবি বলে, আদর করবে বলে
উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান
ডেকে যায় তোমার আঁচল ধরে
তুমি ছুঁলে জল আমি বৃত্ত হয়ে থাকছি
দু‘মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি
তোমার নিশানাতে আমার এ হওয়াতে
উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল
ঢেকে যায় তোমার আকাশ জুড়ে
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি..