Kalboishakhi Song Is Sung by Anupam Roy Bengali Romantic Single Song. Featuring: Anupam Roy, Sakshi Gupta And Arunima And Neel. Music composed by And Song Lyrics In Bengali Written by Anupam Roy.
- Song : Kal Boisakhi Ashuk
- Vocal, Music & Lyrics : Anupam Roy
- Arranged & Programmed by : Nabarun Bose
- Direction : Tathagata Mukherjee
- Concept : Tathagata mukherjee, Satrabit paul
- DOP : Subhadeep Dey
- Edit : Amir Mondol
- Graphics : Biswajit Mondal, Rajib Pal
- Banner : SVF Music
Kalboishakhi Song Lyrics In Bengali :
কাল কাল কাল কাল, কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক,
আকাশ জুড়ে।
বেগুনি রঙে আমি
সাইকেল চালিয়ে তোমার বাড়ি,
ওই বাগানে দাঁড়িয়ে
ভুলে যাই কথা দরকারি।
মুখ ফেরালে তুমি যেই
পর্দা টেনে রাখে জানলা,
রেলগাড়ির ওই বাঁশিতে
ছুটে চলে দূরপাল্লা,
সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায় ..
কাল কাল কাল কাল, কাল বৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক,
আকাশ জুড়ে।
হো.. কাল কাল কাল কাল,
কাল বৈশাখী আসুক,
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে।
মেঘ করে আসে চোখে
ছাদ পেরিয়ে চলে যাও ছুঁলে,
হাওয়া দিলে ফিরে এসো
ক্লিপে দড়িতে জড়াও চুলে।
প্রেমিকের বিবরণ
ক্যাসেটের ফিতে জড়িয়ে,
বিয়েবাড়ি সাজে মন
শুধু পেন্সিল ঘুরিয়ে,
সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায় ..
কাল কাল কাল কাল, কাল বৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক,
আকাশ জুড়ে।
হো .. কাল কাল কাল কাল,
কাল বৈশাখী আসুক,
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে।
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক ….