- Ek Din Pakhi Ure Jabe Je Akashe Song is Sung by Kishore Kumar. Music composed by Rahul Dev Burman And Ekdin Pakhi Ure Jabe Bengali Song Lyrics Written by Mukul Dutt. This is Tum Bin Jaoon Kahan Bengali Version. Same Song Is Sung by Kumar Sanu And Music Recreated By Indraadip Dasgupta from Kishore Kumar Junior Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Aparajita Auddy, Rwitobroto Mukherjee And Others. This bengali Movie Directed by Kaushik Ganguly.
- Song Name: Ek Din Pakhi Ure Jabe (এক দিন পাখি উড়ে যাবে)
- Artist: Kishore Kumar
- Music Director: R.D.Burman
- Lyricist: Mukul Dutt
Ek Din Pakhi Ure Jabe Lyrics In Bengali :
এক দিন পাখী উড়ে,
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে (x2)
এক দিন..
বুকে যেন বাদলের ওই,
মেঘ জমেনা
মন ভেঙ্গে দিতে যেন আর,
ঝড় আসে না
তারে ভেবে কারো চোখে যেন,
জল না আসে, কারো আকাশে।
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
এক দিন..
উদাসীর বাঁশী আর কেন,
কেউ তো শোনে না
কোনদিন কেউ তার কেন,
মন তো বোঝে না
ঘর ছেড়ে কোনদিন যেন,
শেষে পথে না বসে, পথে না বসে।
এক দিন পাখী উড়ে যাবে যে আকাশে
ফিরবেনা সে তো আর কারো আকাশে
এক দিন..