Eseche Raat Vije Hawar Song Lyrics from Buno Haansh bengali movie. A beautiful song sung by Shreya Ghoshal And Papon.Music composed by Shantanu Moitra. Directed By Aniruddha Roy Chowdhury. Eseche Raat Bhije Hawar Bangla Song Lyrics written by Srijato. Starring: Dev, Srabanti Chatterjee, Tanusree Chakraborty.
- Movie Name – Buno Haansh
- Song – Eseche Raat
- Singer – Shreya Ghoshal And Papon
- Music Director – Shantanu Moitra
- Lyricist – Srijato
- Director – Aniruddha Roy Chowdhury
- Music Label – T-Series
Eseche Raat Vije Hawar Lyrics In Bangla :
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক
খেয়ালি খাম..
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম (x2)
সে আদরের অন্য নাম
চেনা ঠোটের তিল বোতাম
ছুঁয়েছি যেই মেঘেরা নেই আমার শহরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক
খেয়ালি খাম..
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম
তোকে হঠাৎ হয়তো আজ
রাত দুপুরে ডাকছে দূরে দ্বীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ
সে যেন জানে সব
কথাদের মানে সব
সুখ ভেজা পালক..
কেউ তো নেই বৃষ্টি হোক
জানলাতেই রাখছি চোখ
পাড়া নিঝুম উড়েছে ঘুম
রাতের চাদরে
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক,
খেয়ালি খাম..
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম (x2)
তোকে হঠাৎ হয়তো আজ