Sedino Akashe Chhilo Kato Tara Song Is Sung by Kishore Kumar And This Bengali Song Lyrics written by Gauriprasanna Mazumder. Same Song Is Sung by Babul Supriyo And Music Recreated By Indraadip Dasgupta from Kishore Kumar Junior Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Aparajita Auddy, Rwitobroto Mukherjee And Others. This bengali Movie Directed by Kaushik Ganguly.
- Singer & Music Director : Kishore Kumar
- Lyricist : Gauriprasanna Mazumder
- Label : Saregama
Sedino Akashe Chhilo Kato Tara Lyrics In Bengali :
সেদিনও আকাশে ছিলো কত তারা,
আজও মনে আছে তোমারই কথা।
স্মৃতি নয় এ তো, ঝরা ফুলে যেন
ভালোবাসা ভরা তোমারি মমতা।
সেদিনও আকাশে ছিলো কত তারা।
ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া,
এ জীবনে হলো বলো, কতটুকু পাওয়া।
মনে পড়ে ?
বসে মুখোমুখী, দুজনেই সুখী,
মেঘেরই আড়ালে ছিল, চাঁদেরই সে উঁকি
কানে কানে, গানে গানে, নিলে মন।
সেদিনও আকাশে ছিলো কত তারা।
আজও তারা জাগে, বড় একা লাগে
প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে।
বুকে ব্যথা কি যে, বুঝি শুধু নিজে
দুটি চোখ বেদনায়, জলে আছে ভিজে।
জ্বালা দিতে, মালা নিলে, দিলে মন।
সেদিনও আকাশে ছিলো কত তারা,
আজও মনে আছে তোমারি কথা।
সেদিনও আকাশে ছিল কত ..