Gas Balloon Song Is Sung by Anupam Roy from Vinci Da Bengali Movie 2019. Music composed by And Bengali Song Lyrics written by Anupam Roy. Starring: Rudranil Ghosh, Sohini Sarkar, Ritwick Chakraborty, Anirban Bhattacharya, Riddhi Sen, and others. This Bangla Movie Directed by Srijit Mukherji.
- Song Name : Gas Balloon
- Movie : Vinci Da
- Vocal, Music & Lyrics : Anupam Roy
- Arrangement and Programming : Diptendu Das
- Mixing and Mastering : Shomi Chatterjee
- Director : Srijit Mukherji
- Story : Rudranil Ghosh and Srijit Mukherji
- Cinematographer : Sudipta Majumder
- Music Label: SVF Music
Gas Balloon Lyrics In Bengali :
গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?
এখন স্টেশনে থামে না ঘুম রোজ
ভাবছি শুরু করবো কম্পোজ
কি করি ঠিক তুমি বলে দাও।
আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।
যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।
লোডশেডিং এ হাত পা ধুয়ে
ঝাল, নুন পেয়ারার গুঁড়ি ছুঁয়ে
ফিরবো কিনা তুমি বলে দাও।
ভাত এর ফ্যান উপচে পড়ুক
কোক এর ক্যান ঘামতে থাকুক
কোনটা আগে তুমি বলে দাও ?
আমার এ পাগলামি কোলে তুলে নাও,
কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কেনো চটি শালোয়ার।
যতবার তোমার পাড়ায় গিয়ে অলি-গোলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে,
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক।
গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো তুমি বলে দাও ?