Kichu Chena Mukh Song Is Sung by Anupam Roy from Borof Bengali Movie. Starring: Indrani Halder, Shataf Figar, Swatilekha Sengupta. Music composed by And Bangla Song Lyrics written by Debojyoti Bose. This Bengali Movie Directed by Sudip Chakraborty.
- Movie : Borof
- Song : Kichu Chena Mukh
- Singer : Anupam Roy
- Lyrics & Composition : Pt. Debojyoti Bose
- Director : Sudip Chakraborty
- Label : Times Music Bangla
Kichu Chena Mukh Lyrics In Bengali :
কিছু চেনা মুখ আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
সামনের পথ নাকি স্থবির স্মৃতি
আগামীর গান নাকি পুরোনো গীতি
সামনের পথ নাকি স্থবির স্মৃতি
হঠাৎ থেমে যাওয়া সময় যেন
চোখে ভাসছে, আর ভাবছে
দাঁড়িয়ে পথের কিনারায়।
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
হয়তো পড়ে থাকা জীবন মেলায়
আজ কাল আর পরশুর গল্প হারায়
হয়তো পড়ে থাকা জীবন মেলায়
সময়ে অসময়ে ভেঙে যাওয়া মন
যেন বলছে, শুধু বলছে
ও অবুজ চোখের ভাষায়।
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
কিছু চেনা মুখ আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।