Khoma Koro Song Is Sung by Anupam Roy from Sanjhbati Bengali Movie. Starring: Soumitra Chatterjee, Dev, Paoli Dam, Arpita Chatterjee, And Lily Chakraborty. Music Composed by And Khoma Koro Ami Valo Nei Lyrics Written by Anupam Roy.
Khoma Koro Lyrics By Anupam Roy :
- Song Credits:-
- Song: Khoma Koro
- Singer: Anupam Roy
- Music & Lyrics: Anupam Roy
- Arranged & Programmed by Shamik Chakravarty
- Sarangi: Sarwar Hussain
- Ghatam and percussions: Somnath Roy
- Guitar: Rishabh Ray
- Recorded by Shubhranil Basu
- Mixed & Mastered by Srirup Chatterjee
- Music on: Zee Music Company
- Cast: Dev & Paoli
- Production House: Bengal Talkies
- Producer: Atanu Raychaudhuri & Pranab Kumar Guha
- Director: Leena Gangopadhyay & Saibal Banerjee
Khoma Koro Song Lyrics In Bengali :
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় …
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই.