- Ki Ashay Bandhi khelaghar Lyrics from Kishore Kumar Junior Bengali Movie: Starring: Prosenjit Chatterjee And Aparajita Adhya. The song is sung by Kumar Sanu Music Recreated By Indraadip Das Gupta And Originaly Music composed by Shyamal Mitra. Ki Ashay Badhi Khelaghor Bangla Song Lyrics written by Gouri Prasanna Majumder.
Movie: Kishore Kumar Junior (2018)
Singer: Kumar Sanu
Recreated By: Indraadip Das Gupta
Mixing and Mastering By: Amit ChatterjeeOriginal Song Credits:
- Film: Amanush (1975)
- Singer: Kishore Kumar
- Composed By: Shyamal Mitra
- Lyrics By: Gouri Prasanna Majumder
- Music Label: Saregama India Ltd
Ki Ashay Bandhi khelaghar Lyrics In Bangla :
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে (x2)
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু চায় কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
প্রতিদিনই ওঠে নতূন সূর্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য আসে না সকাল
জীবন আঁধারে মোর,
জীবন আঁধারে মোর
পৃথিবী আমারে দিল যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই আমি তোর কেহ নই
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে।..