Ki Tomar Naam Song Is Sung by Minar Rahman Bangla Song. Starring: Minar and Rebika Gurung. Music Produced by Sajid Sarker And Kothay Thako Ki Tomar Nam Lyrics In Bengali written by Asif Iqbal.
- Song : Ki Tomar Nam
- Singer : Minar Rahman
- Lyrics : Asif Iqbal
- Tune & Composition : Minar
- Music Producer : Sajid Sarker
- Director & Edit : Taneem Rahman Angshu
- Cinematographer : Raju Raj
- Music Label : Gaanchill Music
Ki Tomar Naam Song Lyrics In Bengali :
সারাক্ষণ, কেন যে ভাবাও?
মায়াবী মায়াজালে জড়াও
নিজের মতোই হঠাৎ, দেখা দাও
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও।কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম?
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম?
কেন আবেগ মাখো অবিরাম?কখনো উড়াও, কখনো ভাসাও
কখনো ভাবাও, কখনো হাসাও,
কখনো উড়াও, কখনো ভাসাও
কখনো ভাবাও, কখনো হাসাও।অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়
কথা হয়, রাত ভর, তারায় তারায়,
তোমার ভেতরে আজ নীরবতা
আমায় ঘিরে রাখে অস্থিরতা।অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়
কথা হয়, রাত ভর, তারায় তারায়,
তোমার ভেতরে আজ নীরবতা
আমায় ঘিরে রাখে অস্থিরতা ..
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম?
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম?
কেন আবেগ মাখো অবিরাম?কখনো উড়াও, কখনো ভাসাও
কখনো ভাবাও, কখনো হাসাও …