Meri Jaan Lyrics from Baccha Shoshur. This Romantic song is sung by Anupam Roy. Starring: Jeet And Koushani Mukherjee. O Meri Jaan Song Lyrics In Bengali written by And Music composed by Maharshi Dutta. Music Arrangement, Keyboard And Backing Vocals by Nabarun Bose. Mix And Mastering by Shomi Chatterjee. Bachcha Soshur Bengali Others Cast Is Chiranjeet Chakraborty, Aman Mehra And Ambarish. Story, Screenplay & Dialogues by Pavel.
- Song : Meri Jaan
- Movie : Baccha Shoshur
- Singer : Anupam Roy
- Music & Lyrics : Maharshi Dutta
- Director : Biswarup Biswas
- Dop : Supriyo Dutta & Joydeep Bose
- Editor : Moloy Laha
- Label : Grassroot Entertainment
Meri Jaan Lyrics In Bengali Anupam Roy :
মেরি জান মেরি চেন
আমি সদ্য হ্যালোজেন
যে বোঝে বোঝে যায় বলে পাগল
একটু উড়তে উড়তে চাই
একটু গুছিয়ে দাঁড়াই
বসি হেলেদুলে চলে যায় পাগল
ও মেরি জান মেরি চেন
আমি দুস্টু এরোপ্লেইন
উড়ছি অবেলায় বলে পাগল
একটু উড়তে উড়তে চাই
হেলেদুলে চলে যায় পাগল
যেন ভূতের রাজা দিলো
একশো বছর দিলো বাঁচার
কিছু মিথ্যে মিথ্যে রোজ
দিলো অচেনা শরৎ
দিলো অঢেল সময় দিলো আবার
ও মেরি জান ।
শোনো আলেয়া শহর তুমি চলে যাবে ভোর
যদি হাত পেতে রাখি তবু যাবে
কত পাখিদের ভোর জাগে
আমার বাসর বাঁধি খড়কুটো ভালোবাসা যাবে
মেরি যান মেরি চেন
আমি ছোট্ট হেরিকেন
জালি সাঁঝের বেলায় বলে পাগল
সখি যাতনা বাজায় বাঁশি স্রোতের তলায় ভাসি
জলের পরীরা বলে পাগল ।
কত ফাগুন বিকেল দিলো চেনা সাইকেল দিলো
ধুলোয় রাস্তা কেটে যাবার
কত মুঠো মুঠো রোদ দিলো
বৃষ্টি বসত দিলো
পরশ পাথর ছুঁয়ে যাওয়া
ও মেরি জান । ..