- Ish Debashish Lyrics In Bengali. The Song Is Sung by Anupam Roy Featuring: Joey Debroy. Ish Debasish Bengali Song Lyrics written by Anupam Roy Bangla Song 2019. Video Song Director and Executive Produced by Neelabjo Chatterjee. Mixed and Mastered by Shomi Chatterjee. DoP by Tuhin and Bikash Chakraborty. Creative Producer and Director’s Assistant by Anusuya Mitra.
- Song Name : Ish Debashish
- Lyrics, Music, Vocals : Anupam Roy
- Arranged by : The Anupam Roy Band
- Guitar : Rishabh Ray
- Keyboard & Backing Vocals : Nabarun Bose
- Bass Guitar : Kaustav Biswas
- Drums : Sandipan Parial
- Recorded by :Debojit Sengupta
- Music Label : SVF Music
Ish Debashish Lyrics Anupam Roy :
ইস দেবাশিস, তুমি বড়ো হয়ে গেছো দেবাশীষ
ইশ দেবাশীষ, চেনা ঠিকানার নেই হদিশ
ইশ দেবাশিস, বয়ে গেলো শুধু বছরের ঢেউ
ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ ।
একে একে সব চলে যায়,
স্কুল পাড়া কলেজ অফিস
স্কুল পাড়া কলেজ অফিস
সিলেবাস শেষ হয়ে যায়
জীবন দিয়ে যায় না নোটিশ ..
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও ..
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও ..
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে ..
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে ।
ইস দেবাশিস, ছেড়া বোতামের ক্ষত ভোলা যায়
লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোনায়
হো.. ইস দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ
শুকিয়েছে জল, ছটফট করে মরে গেছে মাছ ।
কেউ বলে দিলোনা তোমায়,
কি হারালে কি কি পাওয়া যায়
একদিন ফুরিয়ে গেলে,
দেরি হয়ে গেলো দোটানা হায় । ..
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও ..
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও ..
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে ..
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে ।
ইস দেবাশিস ….
কে এই দেবাশীষ ?
দেবাশীষ আপনার আমার মতো মাঝ বয়সী একজন মানুষ, যার আর কিচ্ছু ভালো লাগে না। তার সব সেরা স্মৃতি গুলো আটকে রয়েছে তার কলেজ জীবনে বা স্কুলের জীবনে। নস্টালজিক হয়ে পড়ে মাঝে মাঝেই এবং সেখানেই তার সেরা জিনিস গুলো যেন সেরা সময় টুকু সে যেন কাটিয়েছে। এখন নতুন গান, সিনেমা, খাওয়ার, ভালোবাসা কিচ্ছু ভালো লাগে না তার। তার জীবনে বড্ডো একঘেয়ামী চাকরি করতেও ভালো লাগে না এবং সময় সুযোগ পেলেই সে তার নিজের জগতে চলে যায় যেটা তার ফেলে আশা সময় এবং নস্টালজিয়ায় মোড়া সেই ছোট্ট শহরে ফিরে যায় বারবার। যে সব মানুষ মনে করে তাদের সময় টা, তাদের প্রাইম টা পড়েছিলো কলেজে এবং তারপর তারা মরে গেছে এবং একটা জীবিত লাশ যেন হেঁটে চলে বেড়াচ্ছে তারাই দেবাশীষ। এবং মোরে যাওয়া মানুষ গুলো আপাতদৃষ্টিতে যারা বেঁচে আছে কিন্তু ভেতরে ভেতরে যারা মরে গিয়েছে তারাই দেবাশীষ। – অনুপম রায়।