Mon Rage Anurage Song Is Sung by Sonu Nigam And Shreya Ghoshal from Shubhodrishti Bengali Movie. Starring: Jeet And Koel Mallick. Music Composed by Jeet Ganguly And Mon Rage Onurage Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay. Cover Version Song Is Sung by Abir Biswas, Souradipta Ghosh And Many Various Artists In Their Own Way.
- Song : Mon Rage Anurage
- Movie : Subhadristi (2005)
- Singers : Sonu Nigam And Shreya Ghoshal
- Music : Jeet Ganguly
- Lyrics : Priyo Chattopadhyay
- Director : Prabhat Roy
- Cinematography : Premendu Bikash Chaki
- Production : Shree Venkatesh Films
- Cover Credits :
- Cover by : Souradipta Ghosh
- Re-Arrangement : Arnab Chowdhury
- Mix & Mastered : Arghya Ghosh
- Cast : Pehu Sengupta , Souradipta
- Story & Concept : Souradipta Ghosh
- Filmed by : Aditya Paul
Mon Rage Anurage Song Lyrics In Bengali :
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে,
ভুল বুঝোনা
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে।।
আকাশ বোঝে পাখির ভালোবাসা
দিনের শেষে তবু ফিরে আসা,
ও.. রাতের পরে সকাল কাছে এলে
আবার পাখি ডানা যে দেয় মেলে।
ও রাত কাটে না
ঘুম আসে না,
চোখে স্বপ্ন তোমারই জাগে ..
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে,
তুমি ছাড়া কি ভালো লাগে।।
ফাগুন জানে কোকিল কেন ডাকে
ভ্রমর কেন ফুলের কাছে থাকে,
ও.. সাগর বোঝে নদী কেন চলে
স্রোতের সুরে সে কোন কথা বলে।
নদী মোহনায় এসে ধরা দেয়
যদি সাগর কাছেতে ডাকে ..
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে,
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে,
ভুল বুঝোনা
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে,
তুমি ছাড়া কি ভালো লাগে?
তুমি ছাড়া যে শূন্য লাগে।