Moner Abdar Lyrics -Imran Mahmudul -Kona

161
Moner Abdar Lyrics

Moner Abdar Song Lyrics Written by Lalon Lohani. Moner Abdar Romantic Song Sung by Imran Mahmudul and, Kona.

Song Title:-
Moner Abdar | IMRAN | KONA | Niloy Alamgir | Safa Kabir | Wada | Bangla Song 2023

Song Information:-

  • Song: Moner Abdar
  • Singer: Imran Mahmudul & Kona
  • Lyrics: Lalon Lohani
  • Tune: Nazir Mahamud
  • Music: Arnob Ul Islam
  • Label: CMV
  • Drama: Wada
  • Director: Md. Toufiqul Islam
  • Cast: Niloy Alamgir, Rawnak Hasan & Safa Kabir
  • Produced by: CMV

Moner Abdar Lyrics In Bengali:

এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।

এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।

দু-চোখের ইশারায় দাও যদি সারা
বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা,
দু-চোখের ইশারায় দাও যদি সারা
বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা।

কতখানি চাই আর কতখানি পাই
সব ভুলে তোমাকে ভালোবেসে যাই।

এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।

নিজের চেয়ে রাখি তোমার খবর
তোমার খুশিতে হাসে আমার অন্তর,
নিজের চেয়ে রাখি তোমার খবর
তোমার খুশিতে হাসে আমার অন্তর।

কতখানি চাই আর কতখানি পাই
কতখানি চাই আর কতখানি পাই,
সব ভুলে তোমাকে ভালোবেসে যাই।

এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।

তোমার মাঝে খুঁজি জীবনের সুখ
হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও বুক,
তোমার মাঝে খুঁজি জীবনের সুখ
হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও বুক।

কতখানি চাই আর কতখানি পাই
কতখানি চাই আর কতখানি পাই,
সব ভুলে তোমাকে ভালোবেসে যাই।

এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান,
এ মনের আবদারে দাও যদি তুমি কান
বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।

Previous articleSuhashini Lyrics- Arfat Faisal-Prayangshu- Akashcari
Next articleTumi Ami Lyrics -Shovan Ganguly- Uttoron