Ore Manwa Re Song Lyrics from GAME He Plays To Win bengali movie 2014. A beautiful song sung by Arijit Singh & Akriti Kakkar. Music composed by Jeet Ganguly. Casting by Jeet And Subhashree. The film will be releasing on 30th may 2014 .
- Movie Name – GAME..He Plays To Win
- Singers – Arijit Singh and Akriti Kakkar
- Music director – Jeet Ganguly
- Director – Baba Yadav
- Star cast – Jeet, Subhashree And Others
- Screenplay And Dialogues – N.K Salil
- Produced by – Reliance Entertainment & Grassroot Entertainment Pvt. Ltd
Ore Manwa Re Lyrics :
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।
ও মন, হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়,
কত না হোলো তোলপাড়।
দু চোখ, দেখেছে তোকে আজ যেই,
হারিয়ে ফেলেছি খেই,
আমিও আমার কথা।
খেয়ালী দিন, মায়াবী রাত,
এক নিমেষে।
তাকালি তুই,আমি হঠাৎ,
অন্য দেশে ও ও .. মন,
হারিয়ে বসে আছি দেখ
প্রথমবারেরই দেখায়,
কত না হোলো তোলপাড়।
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।
কথা আসে, চুপি চুপি,
যদি ঠোঁটের পাতায়
আমি রাজি, মেখে নিতে,
সে আরাম সারা গায়ে ও ও..
এসে গেলো, দিশেহারা,
কিছু ইচ্ছে দেদার
জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার।
ও মন হয়ে যা তুই আজ রাত,
সাজাবো তারায় তারায়,
নিজের হাতে তোকে .
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা ।
তোকে কেন, এত বাসি
আমি দারুণ ভালো।
কানে কানে বলে গেলি,
আমার মন পালালো..
কি কারণে, এত চাওয়া,
কিছু পাওয়া হলে হোক।
পড়ে আছে তুলে রাখা,
কিছু কুড়োনো পালক।
ও মন, বাড়ায় যদি আজ হাত,
চাইবো তোকেই হঠাৎ,
নেশাতে শেষ চুমুকে
ওরে মনওয়া রে, ওরে মনওয়া রে
ওরে মনওয়া রে ক্যায়সা হ্যায় তু বাতা।