Tomay Amay Mile Serial Title Song Is Sung by Arijit Singh And Ujjaini Mukherjee. This Serial ran from 11 March 2013 to 21 March 2016. Tomay Amay Mile Serial Title Song Cover by Rupak Tiary, Debolinaa Nandy And Many Various Artists In Their Own Way. Mon Thak Arale Lyrics In Bengali.
- Serial Name : Tomay Amay Mile
- Singer : Arijit Singh & Ujjaini Mukherjee
- Story Written by : Shashi Mittal & Ananda
- Bardhan Sharma
- Screenplay : Nilanjana Sharma & Mon Chakraborty
- Dialogue : Amitabha Bhattacharya
- Script : Anindya Ghosh
- Directed by : Prabir Ganguly
Tomay Amay Mile Serial Song Lyrics In Bengali :
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক
কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
ঘুমে রোজ আসে যে,
সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।