Otit Take Bakse Pure Lyrics – Nachiketa Chakraborty

Otit Take Bakse Pure Song Is Sung by Nachiketa Chakraborty. Featuring : Shuvo, Titli And Suman Mitra. Video Song Directed by And Otith Take Bakse Pure Sikei Tule Rakh Lyrics Written by Suman Mitra.

 

  • Song Name : Otith
  • Singer : Nachiketa Chakraborty
  • Lyrics & Composition : Suman Mitra
  • Direction : Suman Mitra
  • DOP : Amlan Mandal
  • Choreography : Gourav Das
  • Produced By : Suman Mitra
  • Edit, Colourist & Poaster Design : DJ
  • Makeup : Dipu

Otit Take Bakse Pure Lyrics In Bengali :

অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখ
ভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।

আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ,
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ
নিজেকে ভাব রাজার রাজা আনন্দেতে নাচ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।

জীবন টা ছোট বলেই হয়তো তাই এতো মহান
মনে রাখ আজকের দিন ঈশ্বরের ই একটাই দান।

সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক,
সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক
এই দিনটা ফিরে আসবে না আর এটাই জেনে রাখ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।

বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন
গেয়ে গান হাসি মুখে কাটিয়ে যানা প্রতিটা ক্ষণ।

ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না,
ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না
স্রোতে নেই তোর ডিঙা উজানে ভাসিস না।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।

অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখ
ভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।

আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ,
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ
নিজেকে ভাব রাজার রাজা আনন্দেতে নাচ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।

Previous articleSonali Prantore Lyrics – Nachiketa Chakraborty – Hothat Brishti
Next articleTAAKE CHINI LYRICS – Rupam Islam – Nishkromon
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.