Sonali Prantore Song Is Sung by Nachiketa Chakraborty from Hothat Brishti Bengali Movie. Starring: Ferdous Ahmed And Priyanka Trivedi. Music Composed by And Sonali Prantare Lyrics In Bengali Written by Nachiketa Chakraborty.
- Song Name : Sonali Prantore
- Movie Name : Hothat Brishti (1998)
- Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
- Directed by : Basu Chatterjee
- Produced by : Gramco Films & Ashirbad Chalachchitra
- Label : G-Series
Sonali Prantore Song Lyrics In Bengali :
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে’তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
উষ্ণ মরুর শুকনো বুকে, আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য, লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে।