Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal.
- Drama : Moyurakhhi Tomay Dilam
- Song : Parchi To Khub
- Singer : Anupom Roy
- Lyrics : Omar Farook Bishal
- Tune & Tune : Robin Islam
- Director : Jewel Rana
- Label : G Series
Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy :
তোমার বুকে বার বার মরে,
বাঁচার জন্য লড়ছি
কোন সে পাপের পাহাড় বুকে,
কিসের দায়ে গড়ছি
বাঁচাটাই তো মুখ্য তবে,
নেই মরণের মূল্য
প্রশ্নটাই করেই গেলাম,
মন টানা মুখ খুললো ।
চোখ মুছে যাই, জল না তো পাই
দৃষ্টি যেন কাঁদে ।
একজীবনে এতবার মরা,
একটু বাঁচার স্বাদে ।
পারছি তো খুব লুকোতে ব্যেথা
জল ভরা দু’চোখ ।
মন কি তোমার চায় না কভু
আমার ভালো হোক ।
বিস্মিত এক বিস্ময় আমি,
বাঁচা মরার ফাঁকে
মুহূর্ত যায় পায় না রেহাই,
ঘরা ও ঘূর্ণিপাকে
চোখ অসহায়, মুখ অসহায়,
তোমার বুকে মরে
বুঝবে ঠিকই তুমি আমায়,
আজ না দু দিন পরে ।
পারছি তো খুব লুকোতে ব্যেথা
জল ভরা দু’চোখ ।
মন কি তোমার চায় না কভু
আমার ভালো হোক ।