Phote Je Rokto Golap Song Is Sung by Kishore Kumar from Lal Mahal Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Debashree Roy And Tapas Paul. Music Composed by Ajay Das. Fote Je Rokto Golap Lyrics.
Song Name : Phote Je Rakta Golap
Movie Name : Lal Mahal (1985)
Singer : Kishore Kumar
Music : Ajay Das
Label : Saregama
Phote Je Rokto Golap Song Lyrics In Bengali :
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।
কাঁচেরই মতই আমি
ভেঙে যাই আঘাতে,
পারি কোই ভাঙা জীবন
জোড়া আর লাগাতে।
হিসেবে ক্ষতি ছাড়া, পাই কতটুক
ভেঙ্গে যায় বুক।
ডাকেনা কেউতো আমায়
দুটো হাত বাড়িয়ে,
ধূ ধূ এই আঁধার আলোয়
আছি আমি হারিয়ে।
মুখোশের আড়ালেতে
ঢেকে রাখি মুখ, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।