Prithibi Abar Shanto Hobe Lyrics – Nachiketa Chakraborty

146

Prithibi Abar Shanto Hobe Song Is Sung by Nachiketa Chakraborty. Ekdin Jhor Theme Jabe Lyrics In Bengali Written by Nachiketa. Female Version Cover Is Sung by Shikha Bose.

  • Song : Prithibi Abar Shanto Hobe
  • Singer : Nachiketa Chakraborty
  • Label : Saregama India Ltd

Prithibi Abar Shanto Hobe Song Lyrics In Bengali :

এক দিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।

আজ এ অশান্ত দিন,
বেঁচে থাকা আশা ক্ষীণ
তবু পথ চাওয়া অবিরাম,
ধুসর আকাস আজ,
কাল নেবে বধু সাজ
এই বিশ্বাসেই সংগ্রাম।

এক ঘেয়ে একটানা অভ্যেসে দায়ী,
গান গেয়ে স্বপ্ন বেচে যাই
প্রশ্নেরা তবু সুধোয়, কবে?
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।

দুচোখ আষাঢ় হায় খরা আজ চেতনায়
প্রত্যাসা ফানুসে বদলায়,
ভাসা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়,
কাব্যেরা কাঁদে যন্ত্রণায়।

এই শরশয্যায় আজ অর্জুন
নেভাতে এসে তৃষার আগুন,
বহু প্রাণে যদি মিশে যায়, তবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।

এক দিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।

Previous articleMAULA MERE MAULA – Tumi Asbe Bole – Nachiketa
Next articleRajashri Tomar Jonno Lyrics – By Nachiketa Chakraborty