Rajashri Tomar Jonno Lyrics – By Nachiketa Chakraborty

93
  • Song Name: Rajashree Tomar Jonno 
  • Singer – Nachiketa Chakraborty
  • Album Name – Amiee Pari (1998)

Rajarshi Tomar Jonno Lyrics In Bengali :

রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,

রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় (x3)

বাড়লো সিগারেটের দাম,

তছরুপের দায় সুখরাম,

বাড়লো সিগারেটের দাম,

তছরুপের দায় সুখরামআহা!

রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্যচাঁদডুবে যায়

রাজশ্রীরাজশ্রী রাজশ্রী তোমার জন্য

রাজশ্রীরাজশ্রীরাজশ্রী তোমার জন্য..

ওঠে সূর্যচাঁদ ডুবে যায়

রকে বসা কত যুবকদীর্ঘশ্বাসফেলে যায়

রাজশ্রী তোমার কথা,

ক্লিনটন ভাবে অ্যামেরিকায়

সুপার মেগাস্টার আমিতাভ,

গীটার হাতে নিতে চায়,

নিয়ম করে স্নানের ঘরে,

জীবনমুখী গান গায়

দেশটা যায় রসাতলে,

বেত্রবতী বানের জলে,

দেশটা যায় রসাতলে,

বেত্রবতী বানের জলে,

আর প্রধানমন্ত্রী চুরির দায়ে

রাজশ্রীরাজশ্রীরাজশ্রী তোমার জন্য

রাজশ্রীরাজশ্রীরাজশ্রী তোমার জন্য..

ওঠে সূর্যচাঁদ ডুবে যায়

রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,

রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়

(আর পারিনা!)

তোমার কথায় চিত্রা সেন,

ফিল্মে আবার আসতে চায়,

ছাড়া পেয়ে চার্লস শোভরাজ,

পৌরসভার ভোটে দাঁড়ায়

তোমার কথায় নদী আপনবেগে পাগলপারা

টাটা এবং বিড়লা সাহেব হতে চান সর্বহারা

সি.বি.আইয়ের মাথারা সব,

তোমার ছবি বুকে গোঁজে

হরি নামের মত বলে,

তোমার নামে দুচোখ বোজে

টি.এনসেশন গান গায়

রাজশ্রীরাজশ্রীরাজশ্রী তোমার জন্য

রাজশ্রীরাজশ্রীরাজশ্রী তোমার জন্য..

রাজশ্রীরাজশ্রীরাজশ্রীরাজশ্রী..

রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,

রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়

এই সভ্যতায় একজন কার্টুনিস্টের যদি নিছক হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকে;

তবেএকজন গায়কেরও নিশ্চয় থাকা উচিত

মানে নচিকেতারও থাকা উচিততাইনা ?

আর আপনারা সব্বাইতো রাজশ্রীর জন্য পাগল হয়ে গেছেন

আর পাগলে কী না বলে!

Previous articlePrithibi Abar Shanto Hobe Lyrics – Nachiketa Chakraborty
Next articleKUASHA JAKHAN Lyrics – Nachiketa Chakraborty