Proshno Lyrics Bengali Song Is Sung by Arman Alif. Ki Amay Chara Thakte Parcho Toh Song Music Composed by Yeasin Hossain Neru. Starring Arman Alif And Eshita. This Bengali Sad Video Song Directed by Shuvro Mehrazz. Proshno Lyrics In Bengali Written by And Tuned by Arman Alif. Director Of Photography by Yasin Bin Arain.
- Song : Proshno
- Singer And Tune : Arman Alif
- Music : Yeasin Hossain Neru
- Lyricist : Arman Alif
- Director : Shuvro Mehrazz
- Edit : Sami Ahammed
- DOP : Yasin Bin Arain
- Color : Rakib Ahmed
- Publicity Design : Rakib Hossen Abir
- Label : Sultan Entertainment
Proshno Song Lyrics In Bengali :
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
এদিকে আমার সীমা নাই
দিন এসে রাত্রি তে হারায়,
আর তুমি আসো না
আমার আর হাসিও পায় না,
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
পাঁচ বছরের প্রেম, পাঁচ কথাতেই শেষ
এতদিনের পরিচিত সে হইলো নিরুদ্দেশ,
তার বদলে গেলো সুর, আমার একলা সমুদ্দুর
ঢেউ এর পরে ঢেউ উঠিয়া করলো রে ভাঙচুর।
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
প্রেমিকার চেয়ে তার স্মৃতি ভালো
তামাকের চেয়ে ভালো ঝিম ধরা মাথা,
প্রেমিকা চলে গিয়ে আরও প্রিয় হলো
তামাক পুড়ে গিয়ে হলো কিছু কথা।
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
এদিকে আমার সীমা নাই
দিন এসে রাত্রি তে হারায়,
আর তুমি আসো না
আমার আর হাসিও পায় না,
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?