Sajna Lagena Ab Ankhiyan Tore Bin song lyrics from Bojhena Shey Bojhena. The song is sung by Prashmita Paul. Music composed by Arindom. Starring: Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar And others. Saajna Lage na Aab Ankhiyan Tore Bin Lyrics Written by Prosen.
- Film Name: Bojhena Shey Bojhena
- Singer: Prashmita Paul & Arijit Singh
- Music: Arindom
- Lyrics: Prosen
- Direction: Raj Chakraborty
Sajna Lagena Song Lyrics In Bengali:
ধরা দিল কেউ অল্প চাওয়াতে,
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে।
ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারনে আমি অল্প আঘাতে
হচ্ছি অভিমানি।
কাঁচা–মিঠে আলো নাম কি জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মনে পিয়ানো গিটার
হালকা ঘুমপাড়ানি।
সে তো জল্পনাতে, কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে।
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)
জোনাকি, শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেন মন খারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় (x2)
বলি বৃষ্টি দিনের অলক্ষুনে
ঝোড়ো হাওয়াকে
আর লালচে রাতের আসকারাতে
ভিজতে চাওয়াকে
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)
বালিশে, নেলপালিশ
ওই দাগেরা কেটেছে নাম
মনেতে তাও মন খারাপ
নিয়ে তারই তো হয়ে গেলাম (x2)
সে তো জল্পনাতে, কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে।
ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারনে আমি অল্প আঘাতে
হচ্ছি অভিমানি।
কাঁচা–মিঠে আলো নাম কি জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মনে পিয়ানো গিটার
হালকা ঘুমপাড়ানি।
সে তো জল্পনাতে, কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে।
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন (x2)