Tara Khoshe Pore Lyrics – Ghare And Baire – Anupam Roy – Monali Thakur

Tara Khoshe Pore Song Is Sung by Anupam Roy And Monali Thakur from Ghare And Baire Bengali Movie. Starring: Jisshu Sengupta and Koel Mallick. Music Composed by And Shikole Amake Badhoni Lyrics In Bengali Written by Anupam Roy.

  • Song : Tara Khoshe Pore
  • Movie : Ghare And Baire
  • Singer : Anupam Roy & Monali Thakur
  • Music & Lyrics : Anupam Roy
  • Director : Mainak Bhaumik
  • Presenter : Nispal Singh
  • Produced by : Surinder Films

Tara Khoshe Pore Song Lyrics In Bengali :

তারা খশে পড়ে আকাশে

গাঢ় নীলে টুপ করে,

সেখানে তোমার

ভালোবাসা শুয়ে আছে।

শেকলে আমাকে বাঁধনি

গানে বেঁধেছিলে বোধহয়,

সে গানে আমার

ভালোবাসা থেকে গেছে।

ঘরে পূর্ণিমা ভাসে ওই

তুমি আল্পনা এঁকো,

ঘুমে চোখ বুজে আসে বই

তুমি পাশ থেকে দেখো।

ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ,

ভালোবাসা ভালো থেকো।

শেকলে আমাকে বাঁধনি

গানে বেঁধেছিলে বোধহয়,

সে গানে আমার

ভালোবাসা থেকে গেছে।

বহুদিন পরে এলে সেই

নিলে হাত দুটো কাছে,

শহর মেতেছে উচ্ছাসে আর

আলো ফোটে গাছে গাছে।

ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ,

ভালোবাসা বেঁচে আছে।

তারা খশে পড়ে আকাশে

গাঢ় নীলে টুপ করে,

সেখানে তোমার

ভালোবাসা শুয়ে আছে।

Previous articleSajna Lagena Ab Ankhiyan Tore Bin Lyrics – Prashmita Paul, Arijit Singh
Next articleAAMI ASHBO PHIREY Title Track Lyrics – Anjan Dutt – Neel Dutt
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.