Song Name: Sei Falgun To Elo (সেই ফাল্গুনতো এলো)
Singer: Kumar Sanu & Alka Yagnik
Sei Falgun To Elo Lyrics In Bengali :
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
হায় তুমি বিনা.. কাটে না,
এ ক্ষন, এ দিন, এ রাত আমার ও বন্ধু।
হায় তুমি কেন.. বুঝনা,
এ প্রান, এ গান, এ মন তোমার ও বন্ধু।
কি করে যে সারা হবে
তোমার আমার এই ব্যবধান
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
কেন টালবাহানা.. কর যে,
কাছে আরো, আমায় টেনে তুমি নাও না
সব দুঃখ ব্যথা.. জুড়াবে,
জনম, জনম, আমার তুমি হয়ে যাও না।
চির সাথী এই দুজনার
সব বিরহের হোক অবসান।
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বল গো বল ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।