SHUDHU TUMI Lyrics – MINAR RAHMAN

SHUDHU TUMI LYRICS BY MINAR RAHMAPresenting ” Shudhu Tumi ” Bengali Song Lyrics.This song is sung by Famous Bangladeshi Singer MINAR RAHMAN & Lyrics planned By Sajeeb Shahriar.While the music is composed By Rezwan Sheikh & also tuned By Himself.

Shudhu Tumi Lyrics by Minar Rahman :

  • Song: Shudhu Tumi (শুধু তুমি) 
  • Singer: Minar Rahman
  • Music: Rezwan Sheikh
  • Lyric: Sajeeb Shahriar
  • Tune: Rezwan Sheikh
  • Music Label: Suranjoli

Shudhu Tumi Lyrics In Bangla :

এতো কাছে ছিলে তবুও,
করি নি খেয়াল
তোমার আমার মাঝে,
অদৃশ্য দেয়াল
তোমাকেই বুঝি খুঁজেছি,
আমি এতোকাল
এক ঝলকেই বদলে গেলো,
আমার দিনকাল

যাকে চেয়েছি, তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল
আমি জেনেছি, আমি মেনেছি,
তুমি আমার চিরকাল…

আমার শুধু একটা তুমি চাই
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া, কিছু খোঁজনা (x2)
খোঁজনা ..

হাসলে তুমি, হাসে সবুজ,
সুখে ভরে থাকে, চারপাশ
তুমি তাকালে, রোদে ভাসে,
মন খারাপের আকাশ

যাকে চেয়েছি, তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল
আমি জেনেছি, আমি মেনেছি,
তুমি আমার চিরকাল…

আমার শুধু একটা তুমি চাই
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া, কিছু খোঁজনা (x2)
খোঁজনা ..

রাখি তোমায়, চোখের নীলে
ছায়ায় তোমার, বারো মাস
থাকি আমি, তোমার খোঁজে
ছড়িয়ে সুবাস

যাকে চেয়েছি, তাকে পেয়েছি,
সুন্দর হলো সকাল
আমি জেনেছি, আমি মেনেছি,
তুমি আমার চিরকাল…

আমার শুধু একটা তুমি চাই
তা কি বোঝনা ?
তুমিও আমাকে ছাড়া, কিছু খোঁজনা (x4)
খোঁজনা ..

Previous articlePhirbe Ghore Meye Amar Lyrics Bengali Rap | Pratik Kundu
Next articleTai Tomar Kheyal By Miftah Zaman Lyrics – Boro Chele
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.