Aay Bristi Lyrics – আয় বৃষ্টি – Shreya Ghoshal – Abhay – Manush

127
Aay Bristi Lyrics

The Aay Bristi song in Bengali is sung by Shreya Ghoshal and Abhay Jodhpurkar for the movie Manush. The stars in the movie are Jeet and Susmita Chatterjee. The music is done by Aneek Dhar, and the lyrics in Bengali are written by Rivo and Pranjal. The director of the film is Sanjoy Somadder.

Song Credits

  • Song : Aay Bristi
  • Film : Manush
  • Singer : Shreya Ghoshal & Abhay Jodhpurkar
  • Music Director & Composer : Aneek Dhar
  • Lyrics : Rivo & Pranjal
  • Music Programmed by : KD
  • Direction : Sanjoy Somadder
  • Produced by : JEET, Gopal Madnani & Amit Jumrani
  • Label : Grassroot Entertainment

Aay Bristi Song Lyrics In Bengali

রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার সুর লেগেছে মনে,
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার সুর লেগেছে মনে,
আয় বৃষ্টি ঝেঁপে মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে,
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে।

মেঘ তোর সঙ্গে যাবো, নেশা তে প্রাণ জুড়াবো
এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে,
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে
তা-না না-না রে..

দমকা হাওয়ায় থমকে গেলো
এ মনেরই রূপকথারা,
আলতো করে মনের কোনে
প্রেম তো নামে দেয় সাড়া।
চোখেরই কাজলে আজ ভেজা চুলে
বেশামাল করেছে আমায়।

ও.. আবেগের আলোয় ভেসে
উড়ে চল মেঘের দেশে,
চারিদিক বৃষ্টি মাটির গন্ধে ভরেছে ..
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে..

Previous articleJekhanei Jacchi Theme Lyrics – Adverb Band
Next articleMoner Moto Lyrics – Dipaayan Banerjee – Archie’r Gallery