E Amar Gurudakshina Song Is Sung by Kishore Kumar from Guru Dakshina Bengali Movie Song. Starring: Tapas Paul, Kali Banerjee, Satabdi Roy, Ranjit Mallick, Shakuntala Barua, Soumitra And Others. Music Composed by Bappi Lahiri And E Amar Guru Dokhina Lyrics In Bengali Written by Bhabesh Kundu.
- Song : E Amar Gurudakshina
- Movie : Guru Dakshina (1987)
- Singer : Kishore Kumar
- Music Director : Bappi Lahiri
- Lyricist : Bhabesh Kundu
- Director : Anjan Choudhury
- Producer : Maa Chandi Films
- Label : Angel Digital &
- Mayur Cassettes (Gathani)
E Amar Gurudakshina Song Lyrics In Bengali :
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম,
এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা …