Je Kathati Mone Song Is Sung by Sonu Nigam And Shreya Ghoshal from Bandhan Bengali Movie. Featuring: Jeet And Koyel Mallick. Music Composed by Jeet Gannguli And Je Kathati Mone Rekhechi Gopone Lyrics In Bengali Written by Gautam Sushmit. Female Cover Version Song Is Sung by Ariyoshi Synthia.
- Song : Je Kathati Mone
- Movie : Bandhan (2004)
- Singer : Sonu Nigam & Shreya Ghoshal
- Music Director : Jeet Gannguli
- Lyricist : Gautam Sushmit
- Directed by : Rabi Kinagi
- Produced by : Shree Venkatesh Films
- Music Label : SVF Music
Je Kathati Mone Song Lyrics In Bengali :
যে কথাটি মনে, রেখেছি গোপনে
হো.. যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়..
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়..
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।।
কবে কোথায় তোমায় ডেকে
বলবো যে মনের কথা,
সেই আশাতে দিন গুনেছি
সয়েছি নিরব ব্যাথা।
ও.. কাছে পেয়ে এ মন আমার
তোমাকে শোনাতে চায়,
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।।
মনের মাঝে রেখে ছিলাম
যে ছবি আড়াল করে,
তোমার ছোঁয়ায় আজকে তাকে
পেলাম নতুন করে।
ও.. মন মানে না বারে বারে
তোমাকে জানাতে চায়,
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।।
যে কথাটি মনে, রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়..
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়..