Gahana Kushuma Kunj Majhe Lyrics- Rabindra Sangeet
Gahana Kushuma Kunj Majhe Rabindra Sangeet Sung by Nandita Mukherjee. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Song Recorded, Dubbed, Mixed And Mastered By Goutam...
Duar Mor Pathapashe Lyrics-Rabindra Sangeet
Duar Mor Pathapashe Rabindra Sangeet Sung by Bratati Biswas. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Duar Mor Potho Pashe Same Song Is Sung by...
Sudhu Moner Kone Lyrics- Bonny -Koushani – Chuti
Sudhu Moner Kone Song Is Sung by Pritam Kumar And Divyaa Roy from Chuti Bengali Movie. Starring: Bonny Sengupta And Koushani Mukherjee. Music Composed...
Bina Doshe Saja Lyrics – Jisan Khan Shuvo Song
Bina Doshe Saja Song Is Sung by Jisan Khan Shuvo. Starring: Afjal Sujon, Subha, Sobuj Ahmed And Jahangir Kabir. Music Composed by Ankur Mahamud And Song...
Nil Rong Chilo Bhishon Priyo Lyrics- Rupam Islam
Sedino Chilo Dupur E Mon bengali Song is sung by Rupam Islam from Fossils Bengali Album.
Singer - Rupam Islam
Album - Neel Rong...
Cholo Aaj Dekhbo Tomar Bari Song Lyrics
Album - Neel Rong Chhilo Bhishon Priyo - 1998
Singer - Rupam Islam
Band Name - Fossils
চল আজ দেখব তোমার বাড়ি,
চল আজ দেখব তোমার ঘর
লা, লা লা লা
চল আজ চিনব আবার জীবন,
চল আজ অনেক দিনের পর
লা,লা লা লা (x2)
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর
শহরেই মৃত্যু আসবে জানি
অবশ্য জীবন চেনার পর (x2)
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল
লা, লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা,
ঝরিয়ে অনেক চোখের জল
লা, লা লা লা
বলনি কোথায় তুমি থাকো,
বলনি কোথায় তোমার বাস
বলেছ অনেক কালো রাখো
সে ঘরে অনেক লীলাকাশ..
জানই তো আকাশ প্রেমিক আমি
আকাশকে স্পর্শ করতে বাঁচায়
আমারি গিটার চিৎকার
কতদিন সইবে গুমোট খাঁচা।
চল সেই স্টেশন কোথায় স্টেশন
খুজে নিই ছুটির প্ল্যাটফর্ম
লা, লা লা লা
লাগেজের হ্যাঙ্গাম নেই কোনো
আমি আজ একা একদম
লা, লা লা লা (x2)
না না না গিটার আছে সাথে
আর আছে গিটারে সাত সুর
সুর আমার সঙ্গে সঙ্গে যাবে
আপত্তি করনা বন্ধু।
চল দিই অনেক পথের পাড়ি
ফেলে যাই অতীতের শহর
শহরে মৃত্যু আসবে জানি
অবশ্য ফিরে আসার পর।
চল আজ পরীক্ষা শেষ আমার
চল শেষ আমার ফলাফল
লা, লা লা লা
চল আজ কিনব স্বাধীনতা
ঝড়িয়ে অনেক চোখের জল
লা, লা লা লা
Tobu Dur Akasher Chand Hase Lyrics – Rupam Islam
Album - Neel Rong Chhilo Bhishon Priyo - 1998
Singer - Rupam Islam
Band Name - Fossils
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে ..
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে ..
একদিন তুমি এসে ছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেঁসে ছিলে
তারপরে কি হলো তা জানি না ..
পরদিন দেখি ভালোবাসা নেই
তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপনেই
দেখি তোমাকে বাস্তবে না (x2)
তবু দূর আকাশের চাঁদ হাসে
তবু ফুল ফোটে তার সুবাসে
মনে হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে শুধু তোমাকে ..
যৌবন আসে থাকে চলে যায়
কথা একটাই শুধু বলে যায়
ভালোবাসা সময় কে হারাবেই
পেলে তোমাকে শুধু তোমাকে (x3)
Ei Srabon Lyrics – Rupam Islam – Baishe Shrabon
Music Composed By Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.
Movie : Baishe Shrabon
Song : Ei Srabon Dhuye Feluk
...
Bhoot Aar Tilottoma 2 Lyrics– Rupam Islam – Fossils 3
Album - Fossils 3
Song - Bhoot Aar Tilottoma Version 2
Singer - Rupam Islam
কালকে তোমায় দেখাচ্ছিল বেশ
উদ্ধত আর উদ্যত সেই সুখের নীলাবেশ..
একদিন থাকতাম সেই সব দৃশ্য তে
আজকে তাড়া ছাড়ছি পাড়া
মিশছি বিশ্ব তে..
কে আর বাঁধবে আমায় রাঁধবে
আমার জন্য রাতের খাদ্য
আমি কঠিন, তস্য কঠিন
জটিল,কুটিল উপপাদ্য
আমার তুমি বধ্যভুমি
আবার তুমি স্থিতি-জাড্য
কাজেই মরছি, এবং পড়ছি
আমার বেঁচে থাকার শ্রাদ্ধ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি'কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা।
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা,
আমার লাগবে দ্রুত রেটে
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি'কমা আছে জমা..
Hallucination Lyrics – Rupam Islam – Icche
Hallucination Song Is Sung by Rupam Islam from Icche Bengali Movie. Starring: Samadarshi Dutta, Sohini Sengupta, Bidita Bag, Ruplekha Mitra And Others.
Song : Hallucination
Movie Name...
Kishori Tor Chokher Jole Lyrics- Rupam Islam
Album Name - Na Hanyate
Singer - Rupam Islam
Band Name - Fossils
কিশোরী তোর চোখের জলে
কিশোরী তোর চোখের জলে,
সাগর কেন কথা বলে রে (x2)
ও মন, বাঁধিস কেন মায়ার ডোরে,
সোনার খাঁচায় শিকল পরে
রাখিস কেন, পাখি টারে ..
কিশোরী তোর চোখের জলে,
সাগর কেন কথা বলে রে ..
কিশোরী তোর বিষন্নতায়,
আগুন আমার নিভিতে চায় রে (x2)
ও পাগল, কায়ায় ছায়ায় অনেক তফাত
বিপদ হলে মায়ার সংঘাত,
বলছে আমায় মনের ডাক্তারে ..
কিশোরী তোর অভিমানে,
কিশোরী তোর অভিমানে,
আমার কি সুখ দয়াল জানে রে
ও দয়াল, জীবন আমার মায়ার বাঁধন
তথ্য শুধুই সুখের কাঁদন,
যন্ত্রনাতেই মুক্তি সাধন রে ..
ও.. তুই যদি আমার হইতি,
আমি হইতাম তোর
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর
তুই যদি আমার হইতি,
আমি হইতাম তোর
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর
কিশোরী তুই লজ্জা পাইলে,
কিশোরী তুই লজ্জা পাইলে,
গান উইড়া যায়, পাখনা মেইলা রে।
SHOMOY Lyrics – Madly Bangalee – Rupam Islam – Tanya Sen
Shomoy Song Lyrics from bengali movie Madly Bangalee (2009). A beautiful song sung by Rupam Islam And Tanya Sen. Music composed by Neel Dutt. Starring: Biswajeet Chakrabarty,...