Tumi Acho Eto Kache Tai Lyrics – Kumar Sanu
Song: Tumi Achho Eto Kachhe Tai
Singer: Kumar Sanu
Music Director: Arup Pranay
Lyricist: Pulak Banerjee
Album: Priyotama Mone Rekho
Label: Saregama India...
Dub Sagore Amar Mon Lyrics
Dub Sagore Amar Mon Krishna Kirtan Bengali Devotional Song Is Sung by Pousali Banerjee. Song Mixing and Mastering by Sainik Dey. Dub Dub Dub Rup Sagore Amar...
Gola Charo Protibade Lyrics – Independence Day Bengali Song
Gola Charo Protibade Independence Day Special Bengali Song Is Sung by Srikanta Acharya, Lopamudra Mitra, Rupankar Bagchi, Anwesha Dutta Gupta And Bengali Poem Recited by Silajit...
Ei Ki Go Sesh Daan Lyrics – Kumar Sanu
Ei Ki Go Sesh Daan Lyrics by Kumar Sanu Originaly This Song is sung by Firoza Begum And Anup Ghosal Music composed by Kamal Dasgupta...
Jhorna Jhor Jhoriye- Lyrics- by- Manna Dey
Jhorna Jhor Jhoriye Song Is Sung by Manna Dey from Selam Memsaheb Bengali Movie. Starring: Samit Bhanja, Utpal Dutta, Robi Ghosh, Soma Dey, Gita Karmakar And Dipankar Dey. Music...
Mone Koro Prithibite Lyrics – Kumar Sanu – Bangla Song
Mone Koro Prithibite Bangla Song is Sung by Kumar Sanu Music composed by Pronob Ghosh Song Lyrics written by Shagor Al Helal.
Singer: Kumar Sanu
Tune: Pronob Ghosh
Lyrics:...
SOJONI LYRICS – Kumar Sanu – Bangla Song
Sojoni Lyrics Bangla Song is Sung by Kumar Sanu Music Composed by Pronob Ghosh And Sojoni Ami To Tomay Bhulini Song Lyrics written by Ahmed Risvy.
Singer: Kumar...
Prem Boro Modhur-Lyrics – Kishore Kumar
Song: Prem Baro Madhur
Singer & Composer: Kishore Kumar
Lyricist: Shibdas Banerjee
প্রেম যেন এক অতিথির মত,
কখনো জীবনে আসে,
ফুল-ডোরে বাঁধে,
কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর (x2)
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নদী, ভাঙে আর গড়ে
জীবনের দুটি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে
মিলনের গান গায়, বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর ..
ভাঙা-গড়া ছন্দে, কখনো আনন্দে
কখনো যে সুর বিধূর ..
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নারী, আলো আর ছায়া
জীবনের নীলা-আকাশ ঘিরে
কখনো সে মায়া, কখনো আলেয়া
মায়াবিনী দুটি আঁখি তীরে
ছায়াছবি এঁকে যায়,
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর ..
প্রেম প্রীতি দ্বন্দে, বকুলের গন্ধে
ভরে সে সকাল-দুপুর ..
প্রেম বড়ো মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর ..Reviews
Hasle Je Misti Kore Lyrics – Prosenjit – Rituparna
Hasle Je Misti Kore Lyrics from Moner Manush Bengali Movie: Presenting ' Hasle Je Misti Kore Prem Jhore Du Chokh Bhore ' Bangla Romantic Song...
Dharanir Pathe Pathe Lyrics – Lata Mangeshkar
Dharanir Pathe Pathe Song Is Sung by Lata Mangeshkar from Abaak Rater Tara Bengali Album. Music Composed by Salil Chowdhury. Dhoronir Pothe Pothe Dhuli Hoye Roye Jabo...
SE JENO AMAR PASHE Lyrics – Kishore Kumar
Singer - Kishore Kumar
সে যেন আমার পাশে আজও বসে আছে,
সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে,
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
ভেঙ্গে যাওয়া পাখির বাসার মত মন,
কিছু নেই তার বুকে আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে,
ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে,
সে যেন আমার পাশে আজও বসে আছে।
যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার
নয়নের জল হয়ে ফিরে এল সে আবার (x2)
কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়
জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে,
জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে,
সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
Sei Falgun To Elo Lyrics – Kumar Sanu – Alka Yagnik
Song Name: Sei Falgun To Elo (সেই ফাল্গুনতো এলো)Singer: Kumar Sanu & Alka Yagnik
Sei Falgun To Elo Lyrics In Bengali :
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো,
সেই ফাল্গুন তো এলো
সেই ফাল্গুন তো গেলো
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বলো গো বলো ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
হায় তুমি বিনা.. কাটে না,
এ ক্ষন, এ দিন, এ রাত আমার ও বন্ধু।
হায় তুমি কেন.. বুঝনা,
এ প্রান, এ গান, এ মন তোমার ও বন্ধু।
কি করে যে সারা হবে
তোমার আমার এই ব্যবধান
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।
কেন টালবাহানা.. কর যে,
কাছে আরো, আমায় টেনে তুমি নাও না
সব দুঃখ ব্যথা.. জুড়াবে,
জনম, জনম, আমার তুমি হয়ে যাও না।
চির সাথী এই দুজনার
সব বিরহের হোক অবসান।
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
সেই ফাল্গুন তো এলো,
সেই ফাল্গুন তো গেলো
বল গো বল ওগো প্রিয়া
মিলব কবে আবার ?
বল গো বল ওগো প্রিয়
মিলব কবে আবার ?
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
মিলব যে রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে।